শনিবার ৩ আগস্ট ২০২৪ - ১৪:১২
শহীদ ইসমাইল হানিয়া

হাওজা / হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়াহকে কাতারের রাজধানী দোহায় দাফন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, খালিদ মেশাল, ইসমাইল হানিয়াহের ছেলেরা, ফিলিস্তিনি সংগঠন, আল-ফাতাহ, ইসলামিক জিহাদ এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ শহীদ ইসমাইল হানিয়াহের জানাজায় অংশ নেন।

হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়াহকে দোহার লুসাইল কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের পর ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

জাবাজার নামাজে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, কাতারের আমিরের পিতা, ও হামাস নেতা খালেদ মেশাল, ইসমাইল হানিয়াহের ছেলেরা, হামাস, ফিলিস্তিনি সংগঠন আল-ফাতাহ ও ইসলামিক জিহাদের প্রতিনিধি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়াহের ছবি এবং ফিলিস্তিনের পতাকা বহন করে বিপুল সংখ্যক শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতার নেতৃত্বে গত পরশু তেহরানে শহীদ ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha